মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

শেষ হলো সুলতান মেলা: পদক পেলেন হামিদুজ্জামান খান

শিল্প ও সাহিত্য ডেস্ক, ২১ জানুয়ারী : আটদিনব্যাপি সুলতান মেলা শেষ হয়েছে। রোববার ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সুলতান স্বর্ণপদক প্রদানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী হামিদুজ্জামান খানকে এ বছর সুলতান পদক দেয়া হয়। একুশে পদকপ্রাপ্ত গুণী এ শিল্পীকে সুলতানপদক পরিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। পদকপ্রাপ্ত শিল্পী তার প্রতিক্রিয়া বলেন, সুলতান পদক পেয়ে আমার শক্তি, উৎসাহ, উদ্দীপনা বেড়ে গেছে। আমি আনন্দে আত্মহারা হয়েছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ বরুন কুমার, নড়াইল জেলা প্রশাসক জহুরুল হক, নড়াইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, গ্রামীণ ফোনের কর্মকর্তা আশরাফুল কবির, নারীনেত্রী রাবেয়া ইউসুফ প্রমুখ।
রোববার পদক প্রদান ছাড়াও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া মেলায় ঘোড়ার গাড়ির দৌড়, ষাঁড়ের লড়াই, লাঠিখেলা, চিঙ্কাকন প্রতিযোগিতা ও প্রদর্শনী, নারী কাবাডি, পুরুষদের কুস্তি, ভলিবলসহ বিভিন্ন খেলা এবং সুলতানের কর্মময় জীবনের ওপর আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৮৮তম জন্মজয়ন্তী উপলক্ষে গত ১৩ জানুয়ারি এ মেলা শুরু হয়।