মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

শেষ হলো সুলতান মেলা: পদক পেলেন হামিদুজ্জামান খান

শিল্প ও সাহিত্য ডেস্ক, ২১ জানুয়ারী : আটদিনব্যাপি সুলতান মেলা শেষ হয়েছে। রোববার ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় সুলতান স্বর্ণপদক প্রদানের মধ্য দিয়ে এ মেলা শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্রশিল্পী হামিদুজ্জামান খানকে এ বছর সুলতান পদক দেয়া হয়। একুশে পদকপ্রাপ্ত গুণী এ শিল্পীকে সুলতানপদক পরিয়ে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। পদকপ্রাপ্ত শিল্পী তার প্রতিক্রিয়া বলেন, সুলতান পদক পেয়ে আমার শক্তি, উৎসাহ, উদ্দীপনা বেড়ে গেছে। আমি আনন্দে আত্মহারা হয়েছি।